ডেস্ক রিপোর্ট ::
স্বদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগের মা মনোয়ারা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৭ এপ্রিল) ভোররাত ২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য রেখে গেছেন। হাবিবুর রহমান সোহাগ তাঁর কনিষ্ঠ পুত্র। মনোয়ারা বেগম কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানের সহধর্মিণী ছিলেন।
দুপুর ২টায় বাকসা গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এদিকে, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
বিবৃতিদাতারা হলেন, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ঢাকা টাইমসের হোসেন আলী, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, সংবাদ প্রকাশের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, গ্লোবাল টিভির রাহাত রাজা, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ, এখন টিভির আহসান রাজীব, বাংলানিউজের শেখ তানজির আহমেদ, কালেরকণ্ঠের মোশারফ হোসেন প্রমুখ। #