শেখ মাহবুব আহমেদ ::
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এখানে কোনো তদবির, সুপারিশ কিংবা অনিয়মের সুযোগই ছিল না বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্সে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণাকালে তিনি এ কথা জানান। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার পর সাতক্ষীরা জেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন ২৮ জন।
পুলিশ সুপার বলেন, আমরা প্রথম দিন থেকেই স্পষ্ট ছিলাম, এই নিয়োগ হবে শতভাগ মেধাভিত্তিক ও স্বচ্ছ। যারা নির্বাচিত হয়েছেন তারা নিজেদের যোগ্যতায়ই স্থান পেয়েছেন। কেউ তদবির বা প্রভাব খাটিয়ে নয়। তিনি আরও বলেন, যারা এবার সুযোগ পাননি, তারা যেন হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন। সামনে আরও সুযোগ আসবে।
এ সময় তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে বলেন, আপনারা এখন দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে যাচ্ছেন। সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে আপনাদের কাজ করতে হবে।
নতুন নিয়োগপ্রাপ্ত একজন প্রার্থী মো. আরিফুল ইসলাম বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশ পুলিশের সদস্য হতে পেরেছি। পুরো প্রক্রিয়ায় কোনো অনিয়ম দেখিনি। একেবারে স্বচ্ছভাবে সবকিছু হয়েছে। এত বড় একটি প্রতিষ্ঠানে নিজের যোগ্যতায় স্থান পাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।
এসময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হাফিজুর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকারসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নিয়োগ বোর্ড সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।