আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটায় এনসিসি ব্যাংকের ৩২তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এনসিসি ব্যাংক পারুলিয়া শাখার আয়োজনে ১৭ মে শনিবার বিকাল সাড়ে ৪টায় ব্যাংকের নিজস্ব অফিস মিলনায়তনে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনসিসি ব্যাংক পারুলিয়া শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পারুলিয়া শাখার ডেপুটি ম্যানেজার জাফর ইকবাল, সখিপুর সরকারী কেবিএ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, ব্যবসায়ী সুধীর কুমার বিশ্বাস, ঠিকাদার আবুল কালাম, ব্যবসায়ী মিজানুর রহমান, দেবহাটা উপজেলা মিল মালিক সমিতির নেতা শেখ আলতাফ হোসেন, মৎস্য ব্যবসায়ী রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা এনসিসি ব্যাংকের গ্রাহক সেবা সন্তোষজনক উল্লেখ করে এই সেবা আরো বিস্তৃত হওয়ার ও ব্যাংকটির সাফল্য কামনা করেন।