স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরায় সন্তানকে সফল করার ম্যাজিক প্যারেন্টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকালে সাতক্ষীরা শহরের আল কুরআন অ্যাকাডেমি মিলনায়তনে পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। আল কুরআন একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে সন্তানকে সফল করার ম্যাজিক প্যারেন্টি কোচ বিষয়ে আলোচনা করেন এডুকেশন সাইকোলজিস্ট প্যারেন্টিং কোচ আলী আদনান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল খালেক, আল কোরআন একাডেমীর প্রিন্সিপাল নুরুল ইসলাম ফারুকী, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম। এসময় কয়েকশ অভিভাবক সেমিনারে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন, প্যারেন্টি চেকলিস্ট হলো
এমন একটি চার্ট যেটি প্রতিদিন মাধ্যমে বাবা মা বুঝতে পারবে যে সন্তানকে গড়ে তোলার জন্য যে কাজগুলো করা জরুরী সেই কাজগুলো নিয়মিত করা হচ্ছে কিনা। চেক লিস্ট এমন একটি বিষয় যা বাচ্চাকে যেকোনো বিষয়ে মনে রাখতে সহযোগিতা করে।
২০০৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একটি গবেষণায় বলা হয়েছে অভিভাবক যদি ৬৬ দিন ধরে একই কাজ একটানা করতে থাকে তাহলে তার সন্তান ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। চেকলিস্টের মধ্যে রোল মডেল, কোয়ালিটি টাইম, ইফেকটিভ কমিউনিকেশন, ভালো আচরণ,খারাপ আচরণ, দায়িত্ব, মানবিকতা আনন্দময় শিক্ষা, ডেইলি রুটিন, নিঃস্বার্থ ভালোবাসা বিষয়ে বাচ্চাকে সচেত করে থাকে।