স্টাফ রিপোর্টার ::
কপিলমুনি বাজারে পাকা দোকান ঘর নির্মাণ করে কয়েকটা অসহায় পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগি পরিবারগুলোর পক্ষে নাছিমা বেগম।
অভিযোগে জানাযায়, কপিলমুনি বাজারের প্রধান সড়কের পাশে নগর শ্রীরামপুর গ্রামের আফতাব সরদারের মূল্যবান ১১শতক পৈত্রিক জমি রয়েছে। অন্যদিকে আফতাব সরদারের শরিক আলহাজ্ব লিয়াকত আলী সরদার ও আকবর হোসেন খোকন তাদের গংদের সেখানে জমি রয়েছে ১.৭৫ শতক। আলহাজ্ব লিয়াকত আলী সরদার জোর করে অসহায় ও সরল সোজা আফতাব সরদারের ৩.৭৫ শতক জমি জবর দখলের চেষ্টা করছে। শুধু তাই নয়, গত ১৮ মে লিয়াকত সরদার ও তার গংরা শরিকদের যাতায়াতের পথ না রেখে জোর করে সেখানে দোকান নির্মাণ করছেন। এ ঘটনায় আফতাব সরদারের স্ত্রী নাছিমা বেগম পাইকগাছা থানায় অভিযোগ দিলেও কোন ব্যবস্থা না নেওয়ায় তিনি জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আলহাজ্ব লিয়াকত আলী সরদারের বক্তব্য নেওয়ার জন্য ঘটনাস্থলে গেলে তাকে পাওয়া যায়নি। তিনি কোন মোবাইল ফোন ব্যবহার না করায় তার সাথে যোগাযোগ করাও সম্ভব হয়নি। তবে
আকবর হোসেন খোকন বলেন, ‘অনেক বছর আগে আফতাব সরদার গংদের ১১শতক জমির পরিবর্তে বিলান জমি দেওয়া হয়েছে। কিন্তু তারা বর্তমানে জমি রেকর্ড করে ১০০ বছর পর এখানে জমি দাবী করছে।