স্টাফ রিপোর্টার ::
আন্তঃজেলা মহিলা ভলিবল চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা মহিলা ভলিবল দল।ফাইনালে তারা ৩-০ সেটে রাজশাহী জেলা দলকে হারিয়ে এই গৌরব অর্জন করেছে।
সোমবার (১৯ মে)বিকালে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়াম ঢাকায় আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা সাতক্ষীরা জেলা মহিলা ভলিবল দল বনাম রাজশাহী জেলা মহিলা ভলিবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে সাতক্ষীরা জেলা মহিলা ভলিবল দল ৩-০ সেটে রাজশাহী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।এই জয়ের ফলে সাতক্ষীরা জেলা মহিলা ভলিবল দল জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আন্তঃজেলা মহিলা ভলিবলের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু।
ফাইনালে সেরা বুস্টার হয়েছে সাতক্ষীরা মহিলা ভলিবল দলের সিতা রাণী,সেরা লিবারু হয়েছে যশোর মহিলা ভলিবল দলের সাগরিকা, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাতক্ষীরা মহিলা ভলিবল দলের তাকফিয়া আক্তার।
আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর চুড়ান্ত পর্ব গত ১৭ মে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ভাগ হয়ে দেশের মোট ১২ জেলা অংশ নেয়। তারমধ্যে ঘ-গ্রুপে সাতক্ষীরা জেলা মহিলা ভলিবল দল, টাঙ্গাইল জেলা ও জামালপুর জেলা অংশগ্রহণ করে।
সাতক্ষীরা জেলা মহিলা ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ায় জেলাবাসী গর্বিত।এই অসাধারণ অর্জনের জন্য জেলা মহিলা ভলিবল দলের কোচ ও ম্যানেজার মো. আবুল কালাম, সকল কর্মকর্তা, দলের অধিনায়ক মোছা. রুনা লায়লাসহ সব খেলোয়াড় ও কলাকৌশলীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিজয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের সক্ষমতা রাখবে ও অনুপ্রেরণা যোগাবে বলে জানান খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা।