স্টাফ রিপোর্টার ::
বাসগৃহের গা ঘেঁষে পোল্ট্রি খামার নির্মাণ করায় সেখানে বসবাস করতে পারছেনা একটি দিনমজুর পরিবার। বাসগৃহের অংশে খামারের মাত্র এক দিকে কাপড় বা পলিথিন দিয়ে ঢেকে দেয়ার অনুরোধ করলে খামার মালিক কর্তৃক বসত ঘর ভেঙ্গে দেয়া সহ তাদের মারধর করার হুমকি দিচ্ছে। নিরুপায় হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য স্থানীয় সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের হত দরিদ্র দিনমজুর হান্নান সরদার।
লিখিত অভিযোগে তিনি জানান, তার থাকার একমাত্র ঘরটির একেবারেই গা ঘেঁষে একই গ্রামের রহমান সরদারের ছেলে রবিউল সরদার সেখানে বিরাট একটি মুরগীর খামার করে প্রায় দুইহাজার পোল্ট্রি মুরগী পালন করছেন। পোল্ট্রি মুরগীর বিষ্ঠা, খাবার ও তাদের গায়ের উৎকট গন্ধে সেখানকার পরিবেশ দুষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এ কারণে হান্নানের পরিবারের ৫জন সদস্য সেখানে বসবাস করতে পারছেনা।
তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, সারাদিনের ক্লান্তি দূর করতে রাতের বিশ্রামের জন্য ঠিকমত ঘুম পড়তে পারছিনা। প্রচন্ড দুর্গন্ধ ও মুরগীর ডাকে তাদের অধিকাংশ সময় নির্ঘুম রাত কাটাতে হয়। গত ১৭ মে ওই দিনমজুরের স্ত্রী ও পুত্রবধূ এ বিষয়ে তাদের ঘরের দিকের পাশটি কাপড় বা পলিথিন দিয়ে ঢেকে দেয়ার কাকুতি-মিনতি করলে খামার মালিক কোন কর্ণ পাত করেনি বরং তাদের ঘর ভেঙ্গে রাস্তায় তুলে দেয়ার হুমকি দেয়। অসহায় দিনমজুর হান্নান সরদারের পরিবারটি যাতে সুষ্ঠু ও নির্মল পরিবেশে সেখানে বসবাস করতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি পরিবেশ অধিদপ্তর সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।