বি. এম. জুলফিকার রায়হান ::
দূর্যোগ ও জলবায়ু প্রভাবের উপর ব্যবস্থাগুলি চিহ্নিত করতে এবং কমিউনিটি পর্যায়ে প্রশমন ক্ষমতা বৃদ্ধিতে তালায় কারিতাসের বার্ষিক সেমিনার-২৫ অনুষ্ঠিত হয়েছে। কারিতাসের খুলনা অঞ্চলের আওতাধিন আইডিপিডিসি তালা উপজেলার প্রকল্পের উদ্যোগে বুধবার (২১ মে) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন, তালা উপজেলা নাগরীক কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা ম্যাপের যুগ্ম আহবায়ক অধ্যাপক রেজাউল করিম, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। কারিতাসের আইডিপিডিসি প্রকল্পের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সুকুমার দাসের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা উপজেলা ম্যাপ’র সেক্রেটারী সাংবাদিক জুলফিকার রায়হান, অ্যাওসেড’র ফিল্ড অফিসার চায়না দাশ, ওয়ার্ল্ড কর্নসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিৎ দাশ, দলিত’র কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাশ, কারিতাসের সিডিএ লিটন সেন ও কমলেশ মিস্ত্রি, কমিউনিটি প্রতিনিধি পার্ব্বতী দাশ, পূর্নীমা সরকার ও অরুনা দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি, ক্ষতি প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনজনিত তহবিল গঠন, বৃক্ষ রোপন বৃদ্ধি করা, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার হ্রাস করা ও সচেতনতা বৃদ্ধির উপর আলোচনা হয়।
###