এস কে হাসান ::
আশাশুনিতে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। কি নোট স্পিকার ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ভেটেনারি সার্জন ডাঃ আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বড়দল ইউপির প্রশাসক আক্তার ফারুক বিল্লাল, শোভনালী ইউপি চেয়ারম্যান আবুবক্কার সিদ্দিক, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান প্রমুখ। সভায় লবণাক্ত পানির সঙ্গে তাল মিলিয়ে এক জমিতে একাধিক ফসল ফলানো ও আগামী দিনে বড়দল ও খাজরাসহ বিভিন্ন ইউনিয়নে তরমুজ চাষীরা যাতে আরো ফলন ফলাতে পারে এব্যাপারসহ কৃষি উৎপাদনের বিষয় নিয়ে আলোচনা রাখা হয়।