ইয়ারুল ইসলাম ::
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ২০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ এবং পেঁয়াজ জব্দ করা হয়।
বুধবার (২২ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় একযোগে এসব অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির একটি বিশেষ দল সাতক্ষীরা সদর উপজেলার বটতলা এলাকা থেকে ২০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট জব্দ করে। একইদিনে ভোমরা বিওপির টহল দল লক্ষীদাড়ি এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।
হিজলদী বিওপির দুটি পৃথক অভিযানে বড়ালী মাঠ ও আমবাগান এলাকা থেকে প্রায় ৭২ হাজার ৪০০ টাকার ভারতীয় ওষুধ ও পেঁয়াজ উদ্ধার করা হয়। কাকডাঙ্গা বিওপি ভাদিয়ালী এলাকা থেকে ৪৮ হাজার টাকার ভারতীয় শাড়ি ও বোরকা জব্দ করে।
এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প গোপিনাথপুর থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ এবং সুলতানপুর বিওপি ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে। চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া ও কাদপুর এলাকা থেকে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি জব্দ করে।
সর্বমোট জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাচালানীরা এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে এনে শুল্ক ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছিল। এসব চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের জন্য সাধারণ ডায়েরী করা হয়েছে এবং মালামাল জনসম্মুখে ধ্বংসের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে বাকি মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রমও চলমান।
চোরাচালান রোধ তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং দেশীয় শিল্প সুরক্ষায় বিজিবির এসব দেশপ্রেমিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এসব অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।