এস কে হাসান ::
আশাশুনিতে ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্বোধন ও জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র ্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র ্যালীটি মেলা স্থলে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সভাপতিত্বে ও একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপি নেতা খায়রুল আহসান, আশাশুনি সাব রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি জি এম আল ফারুক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, এসি (ল্যান্ড) অফিসের কম্পিউটার অপারেটর কামরুল ইসলাম। ২৭ মে পর্যন্ত প্রতিদিন এ মেলা অনুষ্ঠিত হবে।