
আব্দুর রহমান :
সাতক্ষীরায় আন্তর্জাতিক মিডওয়াইফারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সেবা ইনস্টিটিউটের আয়োজনে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেবা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সেবা ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মঞ্জুরাণী দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ।
এসময় তিনি বলেন, ধাত্রী সমাজের পেশাগত উন্নয়নে নিরাপদ প্রসব কার্য সম্পাদন ত্বরান্বিত করতে চিকিৎসদের এগিয়ে আসতে হবে। চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধনের পরও বিশ্বব্যাপী সন্তান প্রসবে ধাত্রীদের ভূমিকা অত্যান্ত গুরুত্ব পূর্ণ। তিনি আরো বলেন, বাংলাদেশে এখনো ১৮ থেকে ২১ শতাংশ গর্ভবতী মায়েদের সন্তান প্রসব হয় ধাত্রীদের হাতে। গ্রামীণ অঞ্চলে তাদেরকে ‘দাই’ বলা হয়। এসব ধাত্রীর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের চেয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পরিচর্যাই মূখ্য হয়ে থাকে। সেবাই ধর্ম চিকিৎসকদের সেবায় মনোভাব নিয়ে কাজ করতে হবে। হাসপাতাল-ক্লিনিকের পাশাপাশি ধাত্রীর প্রয়োজনে সেবিকাদের প্রশিক্ষণের মাধ্যমে সরকার মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার জন্য নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ আরিফুজ্জামান, নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, জেলা আবাসিক হেলথ নার্স শেফালী রাণী সরকার, গাইনী ওয়ার্ডের ইনচার্জ মাজেদা খাতুন প্রমুখ। আলোচনা সভায় মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মঞ্জুরাণী দেবনাথ। আলোচনা সভা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।