এস কে হাসান ::
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়ায় খাল খননের ফলে সড়কের ভাঙ্গন রক্ষার্থে এলাকাবাসীর পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মধ্যম চাপড়া কেয়ারের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মধ্যম চাপড়া গ্রামের ইসমাইল হোসেন, মাসুদ রানা, জিহাদুল ইসলাম, এমদাদ সরদার, আবু সাঈদ সরদার, ইমাদুল হক প্রমুখ।
এ সময় বক্তাগণ বলেন, মধ্যম চামড়াসহ আশেপাশের কয়েকটি এলাকার মানুষ কে সড়কটি দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। সম্প্রতি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নিয়োগকৃত ঠিকাদার প্রতিষ্ঠান মধ্যম চাপড়ার খাল খননের কাজ শুরু করে।
খালটিতে বর্তমানে ৫ থেকে ৬ ফুট পানি রয়েছে। খালটি খননযোগ্য না হলেও ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নের লক্ষে দায়সারা করে কাজ শুরু করে। এদিকে সড়কের একেবারেই ধার থেকে পানির নিচের মাটি খনন করায় যেকোনো মুহূর্তে সড়ক ধসে খালে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।
বক্তাগণ আরো বলেন ঠিকাদার প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা খনন কাজের প্রতিবাদ করলে তারা এলাকাবাসীর মিথ্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে। বক্তাগণ তাদের যাতায়াতের একমাত্র সড়ক রক্ষার্থে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়সারা কাজ বন্ধের দাবি জানান। দীর্ঘ মানববন্ধনে নারী পুরুষের অংশগ্রহণে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।