এস কে হাসান ::
সাতক্ষীরার আশাশুনিতে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ জনবলের অভাবে অযত্নে অবহেলায় নষ্ট হতে বসেছে সরকারের কোটি টাকা ব্যয় করে নির্মান করা অতি মূলবান যন্ত্রপাতি গুলো।
শুধুমাত্র জনবলের অভাবে এই মেশিনগুলোর কার্যক্রম ও প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে । এ সকল মেশিন ব্যবহার না করার ফলে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার যন্ত্রাংশ।
সরেজমিনে গিয়ে ও অফিস সূত্রে জানা যায়, আশাশুনিতে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সরকারি কোটি টাকার ওয়ার্কশপ মেশিন গুলো ইতোমধ্যে অকেজো হয়ে গেছে । মেশিনগুলো ২০১৪ সালে আশাশুনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাঠানো হলেও এখনো পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি কোন দক্ষ প্রশিক্ষক।
ফলে অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে সরকারি কোটি কোটি টাকার সম্পদ।
আশশুনি এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চারটি সেক্টরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। যার মধ্যে উড ওয়ার্কস ও উড কার্ভিং সেক্টরে প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন একজন। ড্রেস মেকিং ও টেইলারিং সেক্টরে একজন প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। এনিমেল পশু ও হাঁসমুরগী প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন একজন। এসকল প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষক নিয়োজিত থাকলেও দীর্ঘ ১০বছর যাবত ক্রাফট প্রশিক্ষণ মেশিনারিজ পদটি শূন্য রয়েছে। যার ফলে ওয়ার্কশপ প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে এ এলাকার বেকার শিক্ষার্থীরা।
আশাশুনি এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী জেনারেল ম্যানেজার (সহকারী পরিচালক) ফারুক হোসেন বলেন,
২০১৪ সাল থেকে পদটি শূন্য রয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তরকে একাধিকবার চাহিদাপত্র প্রেরণ করলেও ওই পদের কোন সুফল মেলেনি।
মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখে আমরা স্থানীয় যারা টেকনিশিয়ান রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা বলেছে মেশিনগুলো আমরা চালু করতে পারব।তাদেরকে দিয়ে আমরা কাজগুলো করে নেব যার ফলে এলাকার মানুষও উপকৃত হবে ।
সাতক্ষীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সাথে আলাপকালে তিনি বলেন- মূলত আশাশুনিতে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচটি শাখায় প্রশিক্ষণ দেওয়া ব্যবস্থা থাকলেও চারটি চলমান আছে, বাকি একটি জনবলের অভাবে বন্ধ আছে দীর্ঘদিন। উপর মহলকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি লোক নিয়োগ হলে আমাদের এখানে পোস্টিং দেওয়া হবে বলে জানান তিনি।
##