আর.কে.বাপ্পা, দেবহাটা ::
কোটাবিরোধী আন্দোলনে শহীদ দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের আসিফ হাসানের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির সদস্যবৃন্দ। ৬ই আগস্ট, ২০২৪, মঙ্গলবার দরদির পক্ষ থেকে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দরদির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতাকালীন কমিটির সভাপতি নাসিম হাসান, দরদির বর্তমান সভাপতি সাকিব হোসেন, সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার সমন্বয়ক আবিদ হাসান রাহাত।
এসময় দরদির উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক উপদেষ্টা হাফেজ নাসির উদ্দীন দোয়া-মোনাজাত পরিচালনা করেন। পরে দরদির সদস্যরা পারুলিয়াতে এক বর্ণাট্য বিজয় র্যালি পরিচালনা করেন এবং দরদির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিজয় র্যালি পরবর্তী পারুলিয়া বাসস্ট্যান্ডে শহীদ আসিফ হাসানের স্মরণে একটি অস্থায়ী ‘শহীদ বেদি’ নির্মাণ করেন।