কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়া সীমান্তের দখলের মোড় এলাকা থেকে দুই কেজি হেরোইন জব্দ করেছে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্প্যের সদস্যরা।
বুধবার (২১ আগস্ট) ভোর ৫ টার দিকে কাকডাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী ও তার সঙ্গীয় ফোর্স ভাদিয়ালী দখলের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি হেরোইন জব্দ করেন।
এসময় কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত হেরোইনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ লক্ষ টাকা।
কাকডাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী সাংবাদিকদের জানান সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে।