বি. এম. জুলফিকার রায়হান ::
বে-সরকারী সংস্থা উওরণের বাস্তবায়নে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে মহিলাদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর কিশোরীদের সচেতনতামূলক সেশন ও ক্যাম্পেইন বুধবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। উওরণের বাস্তবায়নে, শেয়ার এর অর্থায়নে ও ডব্লিউএইচএইচ এর সহযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নুর।
উত্তরণের ট্রেনিং অফিসার বিলকিস খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানসহ সকল শিক্ষকবৃন্দ। এসময় ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর রচনা ও স্বাস্থ্যসম্মত পায়খানা পরিচর্যা ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
###