বি. এম. জুলফিকার রায়হান ::
সাতক্ষীরার তালা, কলারোয়া ও আশাশুনি উপজেলার শিক্ষক, সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের ই-সেবাকেন্দ্রের উদ্যোক্তাদের অংশগ্রহনে তথ্য অধিকার আইন এবং জলবায়ু ন্যয্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা অগ্রগতি’র আয়োজনে, সংস্থার এডব্লিউআরটিআই প্রকল্পের অধিন শনিবার (২১ সেপ্টেম্বর) তালার ত্রিশমাইলে অগ্রগতি প্রশিক্ষন সেন্টারে সকাল থেকে দিনব্যপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ^াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য অধিকার আইন সংশ্লিষ্ট বিষদ আলোচনা করেন, সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম।
এসময়, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য প্রাপ্তি, তথ্যের গুরুত্ব এবং তথ্য অধিকার আইনের গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন জনিত বৈশি^ক সমস্যা, সমস্যা সৃষ্টির কারন এবং সমাধানে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় অন্যান্যের মধ্যে অগ্রগতি সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর আল মামুন, প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান, কামরুননাহার রেখা, জাহিদা হাসান মৌ সহ ৩টি উপজেলার ২২জন শিক্ষক, সাংবাদিক এবং তথ্য উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
###