আর.কে.বাপ্পা, দেবহাটা ::
ভারতের বিজেপি নেতা নিতেশ রানে এবং ধর্মগুরু রামগির মহারাষ্ট কর্তৃক মুসলমানদের হত্যার হুমকি ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও তাদের বিচার দাবী করে শনিবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে সাতক্ষীরা–কালীগঞ্জ প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। শুরুতে উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রধান ফটক থেকে বের হয়ে মিছিলটি সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের সখিপুর গোলচত্বর থেকে শুরু করে পারুলিয়া ঘুরে পুনরায় সখিপুর গোলচত্বর মোড়ে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেদমতে খলক ফাউন্ডেশনের দেবহাটা উপজেলার সমন্বয়ক মুফতী ফজলুল হক আমিনী, ফয়জুল উলম মাদ্রাসার শিক্ষক মুফতী আবু নাঈম ,?হাফেজ কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, ছাত্রজনতার মধ্যে উপস্থিত ছিলেন ফিরোজ আহম্মেদ, নাজমুল হুদা রন্টি, আরিয়ান রবি প্রমুখ।
বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন ঐ রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতিশ রানে। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা। তারা আরোও বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয়না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে।
প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য ভারতের সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।