বি. এম. জুলফিকার রায়হান ::
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে তালায় ১৯৬টি পূজা মন্ডপের অনুকূলে সরকারী অনুদান বিতরণ ও
আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উৎযাপন
পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে
সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়’র সভাপতিত্বে, সভায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন। পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সারধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাও. মফিদুল ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা শিরিনা খাতুন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, খেশরা
ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ ও খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন প্রমুখ।
সভা শেষে তালা উপজেলার ১৯৬ টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের মাঝে ৫০০ কেজি করে চাউলের মূল্য
হিসেবে ১৯ হাজার ৫০০ টাকা করে বিতরন করা হয়। এছাড়া দূর্গা পূজা শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে করনীয় বিষয়ে আলোচনা হয়।
###