তালায় জলাবদ্ধতা নিরসন বিষয়ে মতবিনিম
বি. এম. জুলফিকার রায়হান ::
তালা উপজেলার একাধিক গ্রামের জলাবদ্ধতা নিরসনে করনীয় বিষয়ে তালার উত্তরণ প্রশিক্ষন সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ এবং পানি কমিটির যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সাসটেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
জলাবদ্ধতার ভয়াবহতা তুরে ধরে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, নদী ও পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির।
এসময় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, তালা উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, অধ্যাপক মোশারফ হোসেন, হাশেম আলী মেম্বর, শিক্ষক মোশারফ হোসেন, জোয়াদ্দার ফারুক হোসেন, মুস্তাফিজুর রহমান রেন্টু, আব্দুল
গফ্ফার ও সিয়াব প্রমুখ।
সভায় তালা উপজেলার জাতপুর, ডাঙ্গানলতা, আলাদীপুর, পাঁচরোখী, সুভাষিণী, শিরাশুনি,
লাউতাড়া, হাতবাস ও নওয়াপাড়া এলাকার সহ আশপাশের এলাকার জলাবদ্ধতার পানি নিস্কাশনে জরুরী ভিত্তিকে করনীয় বিষয়ে আলোচনা হয় এবং উত্তরণ এর পক্ষ থেকে পানি নিস্কাশনের জন্য খাল সংস্কার এবং নেট-পাটা অপসারনের জন্য আর্থিক ও সার্বিক সহযোগীতা প্রদানের ঘোষনা দেয়া হয়।
সভায়- জলাবদ্ধ এলাকার ভুক্তভোগী মানুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
##