বি. এম জুলফিকার রায়হান ::
রোববার (২০ অক্টোবর) সকালে উইমেন জব ক্রিয়েশনের উদ্যোগে তালা শাহাপুর প্রকল্প কার্যালয়ের হলরুমে স্কপ প্রকল্পের আওতায় পরিসেবা ম্যাপিং এবং জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক প্লাটফর্ম গঠন সংক্রান্ত দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার আশা। অধ্যাপক রেজাউল ইসলামের পরিচালনায় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন।
এসময় অধ্যাপক অচিন্ত্য সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, শিক্ষক কামরুল ইসলাম, গাজী জাহিদুর রহমান, সাবিনা খাতুন, রহিমা খাতুন, প্রবীর পাল, জেসমিন খাতুন, রেবেকা খাতুন, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, এনজিও প্রতিনিধি কাজী বাবর আলী, মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, গুলশান আরা, রিয়াজুল ইসলাম, আফজাল হোসেন, টুম্পা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হাসিনা পারভীনকে সভাপতি, অধ্যাপক রেজাউল ইসলামকে সহ-সভাপতি ও আশরাফুন নাহার আশাকে সদস্য সচীব মনোনীত করে ৩০ সদস্য বিশিষ্ট জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক প্লাটফর্ম কমিটি গঠন করা হয়।
###