আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাপু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্যা আত্মীয়-স্বজনসহ ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার ২৯ অক্টোবর আনুমানিক ভোর ৪ টার দিকে তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। হৃদরোগসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার বাদ যোহর মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন দেবহাটা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য। রাষ্ট্রীয় মর্যাদাকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিসসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।