আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা থানার নতুন অফিসার ইনচার্জ হযরত আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার নেতৃবৃন্দকে নিয়ে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন। রবিবার ১০ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ আসিফ হাসানের আস্কারপুরস্থ বাড়ির পাশে দেয়া কবর জিয়ারত করেন ওসি হযরত আলী। এসময় ওসির সাথে দেবহাটা থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ, অন্যতম ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলার মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র প্রতিনিধি সরকারি কেবিএ কলেজের মেধাবী ছাত্র আব্দুল্লাহ, ছাত্র আন্দোলনের আরিয়ান রবি-রাকিব হোসেন, ইমরান হোসেন, মুজাহিদ হোসেন, শিমুল হোসেন, ইমরান আলী,
সরকারী কেবিএ কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্রী তাসনুভা আফরিন মিলি প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ইন্টার ২য় বর্ষের মেধাবী ছাত্র সাহারিয়ার, সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী ছাত্র ইমরান নাজিমসহ আরো অনেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ওসি হযরত আলী শহীদ আসিফ হাসানের পিতা মাতা ও ভাইকে শান্তনা দেন ও শহীদ আসিফের রুহের মাগফেরাত কামনা করেন।