আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটার ঈদগাহে মঈন আদ-দ্বীন বহুমুখী সমবায় সমিতি লিঃ (ম্যাডকল) এর ২য় বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ নভেম্বর, ২৪ ইং বিকাল সাড়ে ৩টায় ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ম্যাডকল এর পরিচালক ও সাবেক সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক শিক্ষক মুজিবর রহমান, সাবেক শিক্ষক নজরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক শফিকুজ্জামান, মাওলানা কবির হোসেন, ম্যাডকলের সাধারন সম্পাদক আবুল কাশেম ও সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম। সভায় সভার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না বলেন, ঈদগাহ বাজারসহ আশেপাশের এলাকায় মানুষদের মধ্যে ম্যাডকলের মাধ্যমে যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে সেজন্য মানুষ উপকৃত হচ্ছে। আগামীতে এই সমবায়ীদের মাধ্যমে আরো বড় সেবামূলক প্রতিষ্টান করা হবে বলে তিনি জানান। শেষে সমবায়ীদের মধ্যে তাদের লভ্যাংশের টাকা প্রদান করা হয়। বক্তারা এসময় এই এলাকায় বিশুদ্ধ পানির চাহিদা মিটাতে ম্যাডকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন।