বি. এম. জুলফিকার রায়হান ::
সর্বনাশী অনলাইন জুয়া ওয়ানএক্সবেট এর গ্রাসে নিঃস্ব হয়েছে তালার হাজার হাজার মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী, শ্রমিক, ভ্যান চালক, কৃষক, চাকুরজীবী এমনকি ঘরের গৃহবধুরা-ও এই জুয়ায় আসক্ত হয়েছে। অনেকেই ভিটে-বাড়ি বিক্রি করে পথে পথে ঘুরছে। আবার অনেকেই ঋনের চাপে ঘর-সংসার ফেলে ঢাকায় যেয়ে শ্রমিকের কাজ করছে। জুয়ার কারনে সবকিছু হারানোর ফলে ইতোমধ্যে একাধিক সংসার ভেঙ্গেছে। অনলাইন জুয়া ওয়ানএক্সবেট সহ অ্যাপস ভিত্তিক অন্যান্য জুয়ায় জড়িয়ে যেয়ে সাধারন জুয়াড়ীরা নিঃস্ব হলেও ফুলে ফেপে আর্থিক ভাবে মোটা হয়েছে কতিপয় এজেন্ট ও মাস্টার এজন্ট। জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে সচেতন, সুশীল সমাজ প্রশাসনের কাছে বারবার দাবী জানিয়েছে। কিন্তু নি¤œ থেকে উর্দ্ধতন পুলিশ প্রশাসন প্রতি মাসে জুয়া এজেন্টদের কাছ থেকে মোটা অংকের কমিশন বানিজ্য করবর কারনে এলাকা জুয়া মুক্ত করা যায়নি। ফলে গ্রামে-গ্রামে চুরি ও ছিনতাই সহ নানান অপরাধমুলক কাজ বৃদ্ধি পেয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে।
গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের সাথে পুলিশ প্রশাসনের নীতি ও কর্মে পরিবর্তন এসেছে। উপজেলা আইন শৃঙ্খলা মিটিং সহ প্রশাসনের বিভিন্ন সভা-সমাবেশে বিষয়টি উত্থাপিত হলে জুয়ার বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে ওঠে তালা উপজেলা ও থানা প্রশাসন। অনলাইন জুয়া সহ সমাজ ও আইন বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে তালা থানা পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় অনলাইন জুয়া ওয়ানএক্সবেট এর এজেন্টদের ধরতে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল’র নেতৃত্বে উপজেলার খেজুর বুনিয়া বাজারে অভিযান পরিচালনা করে এজেন্ট সহ ৩জনকে আটক করে প্রশাসন। এদের মধ্যে ১০ম শ্রেণিতে অধ্যায়নরত ১শিশু ছাত্র ছিল।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, প্রশাসনের অভিযানকালে ওয়ানএক্সবেট এর ২জন এজেন্ট আটারই গ্রামের উত্তম মজুমদারের ছেলে অমিত মজুমদার এবং জেয়ালানলতা গ্রামের আফাজ মোড়ল এর ছেলে মো. শফিকুল ইসলাম মোড়লকে আটক করা হয়। এছাড়া জুয়া খেলারত স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিশু ছাত্রকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৮ ধারায় ধৃত ২ এজেন্টকে ১মাস করে কারাদন্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। এছাড়া শিশু আইনে স্কুল ছাত্রকে ছেড়ে দেয়া হয়। ধৃতদের শনিবার সাতক্ষীরা জেলা হাযতে প্রেরন করা হয়েছে।
অনলাইন জুয়া ওয়ানএক্সবেট সহ সব ধরনের জুয়া ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িতেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে পুলিশ প্রশাসন অভিযান অব্যাহত রাখবে বলে- ওসি শেখ শাহিনুর রহমান জানিয়েছেন।
এদিকে, অনলাইন জুয়া এজেন্টকে গ্রেফতার সহ সাজা প্রদান করায় তালার সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষ উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে স্বাধুবাদ জানিয়েছেন।
##