অমিত কুমার ::
সাতক্ষীরার তালায় উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাটকেলঘাটায় এ প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সভায় প্রধান অতিথি দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দেন। তিনি বলেন, কেউ যদি কোন অপকর্ম করে তার দায় দল নেবে না। কোনো চাঁদাবাজের ঠাঁই বিএনপিতে হবে না। কেউ এমন কাজ করলে তাকে দল থেকে বহিষ্কারের নির্দেশনা দেন তিনি।
প্রধান অতিথি আরও বলেন, আগামীতে নির্বাচন হবে সুষ্ঠ ও নিরপেক্ষ। রাতের ভোট আর বাংলার মাটিতে হবে না। তাই যে কাজ করলে মানুষ ভালোবাসে সেই কাজ করার পরামর্শ দেন তিনি।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি। এতে ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠণের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।