পলাশ কর্মকার ::
কপিলমুনির পার্শ্ববর্তী দঃ সলুয়া “পল্লী দলিত সংস্থার” উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় পল্লী দলিত সংস্থার অডিটোরিয়ামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবুপদ দাশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান। বক্তব্য রাখেন পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক স্বপন কান্তি ঘোষ, কপিলমুনি কলেজের প্রাক্তন অধ্যাপক সরদার সেকেন্দার আলী। পিডিএস এর কোষাধক্ষ অমল দাশ, পিডিএস সদস্য অরুন দাস, বিপ্লব দাস, জগদীশ দাস, কাকলি দাস ও রমণী দাস। উক্ত মানবাধিকার দিবসের উপস্থিত অতিথি গন মানুষে মানুষে মানবাধিকার বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে তা তুলে ধরেন। উক্ত মিটিং এ ১নং হরিঢালী ইউনিয়নের ১০ টি গ্রাম থেকে আগত ২০ জন পুরুষ এবং ৯৩ জন নারী উপস্থিত ছিলেন।