পলাশ কর্মকার ::
কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কে কে এসপি)’র সাধারণ সভা শুক্রবার সন্ধ্যায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব শেখ ওজিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন কে কে এসপির সভাপতি শেখ আব্দুর রশীদ। সভায় কে কেএসপির বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে এম আজাদ হোসেনকে আহবায়ক ও আলহাজ্ব শেখ রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক ক্রীড়া শিক্ষক জি এম লুৎফর রহমান,সরদার রফিকুল ইসলাম,মহসিন খাঁন,মোঃ মাসুম হাজরা ও আব্দুল জলিল বিশ্বাস। আগামী ৩ মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটি কপিলমুনি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (কে কেএসপি)’র একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জিএম আসলাম হোসেন,এস এম আব্দুর রহমান,পলাশ কর্মকার,এইচএম শফিউল ইসলাম,রফিকুল ইসলাম খাঁন।আরও বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম,সরদার রফিকুল ইসলাম,সরদার শফিকুল ইসলাম,ও আব্দুল জলিল বিশ্বাস প্রমূখ।