বি. এম. জুলফিকার রায়হান ::
বাল্যবিবাহ বন্ধের গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তালায় ‘১৮ বছরের আগে বিয়ে নয়’ বিষয়ক ক্যাম্পেইন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপ-শহরে এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় এবং ইন্টারঅ্যাক্টের অর্থায়নে র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে, তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায়, অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমীন। তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। সভায় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
###