বি. এম. জুলফিকার রায়হান ::
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচীর মধ্যদিয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ জানুয়ারী) পরিচ্ছন্নতা অভিযান ও মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষ্যে সকাল ১০ টায় তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল তালা উপ-শহরের মধ্যদিয়ে প্রবাহিত বারুইহাটি-কপোতাক্ষ সংযোগ খাল সংস্কার উদ্বোধন করেন। উপজেলার বারুইহাটি সরকারী মৎস্য খামার হতে কপোতাক্ষ নদ পর্যন্ত খালের সংস্কার উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার- খাল ধারে বসবাসকারীদের ময়লা আবর্জনা খাল সহ আশেপাশে না ফেলার নির্দের্শ দেন। এসময় তালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক নেতা জোয়ার্দ্দার ফারুক হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এদিন বিকালে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। জাতপুর বাজার থেকে তালা বাজার পর্যন্ত ৭ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগীতায় বিভিন্ন বয়সের দৌড়বিদরা অশংগ্রহন করেন। শেষে বিজয়ী ৩জন সহ অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
###