বি. এম. জুলফিকার রায়হান ::
তালায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্ম উৎসব পালিত হয়েছে। উপজেলা বিএনপি’র আয়োজনে, সোমবার (২০ জানুয়ারী) বেলা ১২ টায় তালা বি. দে. হাই স্কুলের পুরাতন খেলার মাঠে দিনটি পালন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু, সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইায়াছিন উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবনেতা জোয়াদ্দার ফারুক হোসেন ও উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
এরপূর্বে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
###