পলাশ কর্মকার ::
কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে কপিলমুনি স্পোর্টস একাডেমির আয়োজনে দেশী-বিদেশী খেলোয়াড়ের অংশ গ্রহনে শুক্রবার বিকাল ৩ টায় প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অংশ গ্রহণ করে খড়িবুনিয়া ফুটবল একাদশ ডুমুরিয়া খুলনা ও সন্ন্যাসগাছা ছাত্র সংসদ ফুটবল একাদশ যশোর। খেলায় খড়িবুনিয়া ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে সন্ন্যাসগাছা ছাত্র সংসদ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন সাদিও মানে শামীম, প্রথম গোলদাতার পুরস্কার পান স্বাধীন। খেলায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক ১নং যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বণিক সমিতির সদস্য সচিব শেখ আনোয়ারুল ইসলাম, কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চলার সাধীর প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমান, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জোল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার, পাইকগাছা রিপোর্টাস ইউনিটের সভাপতি শেখ সেকেন্দার আলী প্রমুখ। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সহকারী সমন্বয়ক আঃ জলিল বিশ্বাস, মাসুম হাজরা, মাওঃ আবুল কাশেম, ইদ্রিস আলী, আঃ মজিদ গাজী, সাইদ হাজরা, রাসেল গাজী, শহিদুল ইসলামসহ অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজন। সভাপতিত্ব করেন কপিলমুনি স্পোর্টস একাডেমীর সভাপতি ও কেকেএসপির আহবায়ক এম আজাদ হোসেন।