অনলাইন ডেস্ক ::
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন ট্যাংকলরি শ্রমিকরা। এর ফলে খুলনা নগরীর কাশিপুর এলাকার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন বন্ধ রয়েছে।
ট্যাংকলরি শ্রমিকরা জানান, গত রোববার দুপুর ২টার দিকে আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পরপরই মুক্তির দাবিতে আন্দোলনে নামে ট্যাংকলরি শ্রমিকরা। আজ সোমবার সকালে আলী আজিমকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী জানান, বিএনপি অফিস ভাঙচুরের মামলায় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির চারজন বর্তমান নেতা, দুইজন সাবেক নেতা ও তিনজন সদস্যের বিরুদ্ধে গত ২১ আগস্ট খালিশপুর থানায় মামলা হয়। অথচ আলী আজিম ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি। আলী আজমের মুক্তি এবং ৯ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।