বি. এম জুলফিকার রায়হান ::
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের একটি খেতে বোরিং করার সময় পাইপ দিয়ে গ্যাস উঠতে থাকে।
এ সময় শ্রমিকরা পরীক্ষার জন্য তাতে আগুন ধরিয়ে দেয়। সেই থেকেই পাইপের মুখে অনবরত জ্বলতে থাকে আগুন।
স্থানীয়রা জানান, কলাগাছি গ্রামের এক কৃষক ধানক্ষেতে সেচ দিতে একটি অগভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। পাঁচটি পাইপ বসানোর পরপরই ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। এ খবর ছড়িয়ে পড়লে অনেকেই ভিড় করেন তা দেখার জন্য।
এদিকে খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।
তালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরদার আব্দুল হান্নান জানান, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা না আসা পর্যন্ত গ্যাস উদীরণ হওয়া স্থানটি ঘিরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় কাউকে ধূমপান বা আগুন জ্বালাতে নিষেধ করা হয়েছে।