বি. এম. জুলফিকার রায়হান ::
অতিরিক্ত মাদক সেবনের ফলে তালায় হাফিজুর রহমান (৪৫) নামের এক মাদকাসক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত হাফিজুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার জগিয়া গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে।
জানাগেছে, হাফিজুর রহমান তালা এলজিইডি অফিসে দীর্ঘ দিন অফিস সহায়ক পদে চাকরী করার এক পর্যায়ে ৩/৪ বছর আগে অবসর নেন। পরপর্তীতে তিনি তালা সোনালী ব্যাংকের সামনে ছাগলের মাংসের ব্যবসা শুরু করেন এবং উপজেলার খলিলনগর আমতলা এলাকায় দ্বিতীয় বারের মতো বিয়ে করে সেখানেই বসবাস করতেন। সে মদ সহ নানাবিধ মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে মৃত হাফিজুর রহমানের স্ত্রী জানান তালা বাজারের ৩ জন মাছ ব্যবসায়ীর সথে তার স্বামী চলাফেরা ও মাদক সেবন করতো। গত বৃহস্পতিবার দিনগত রাতে তারা আমার স্বামীকে অতিরিক্ত মদ সেবন করিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পরদিন (শুক্রবার) সকালে স্বামী গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়।
এব্যাপারে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. প্রজ্ঞা লাবনী জানান, রোগীর অস্বাভাবিক আচরন ও স্ত্রীর ভাষ্য আনুযায়ী আমরা ধারনা করছি হাফিজুর রহমান মাদকাসক্ত ছিলো। আমাদের এখানে ভর্তির পর আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিই এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তালা ওসি শেখ শাহিনুর রহমান বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু হয়েছে এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে।
###