এস,এম,আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় কে অপসারণ না করায় বিদ্যালয়ে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এতে ক্ষুব্ধ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ সহ অচলাবস্থা দুর করার দাবি জানিয়ে। শিক্ষার্থী প্রতিনিধিরা রোববার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উর্দ্ধতন কতৃপক্ষের নিকট এসব দাবির কথা জানান। উল্লেখ্য বিগত ৯ মাস আগে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ভৈরবী রাণী রায়। যোগদানের পর হতে অদ্যাবধি নিয়মিত কখনো স্কুলে আসেন না এবং স্কুলের কোন বিষয়ে তিনি নুন্যতম কোন দ্বায়িত্ব পালন করেন না। ফলে চরমভাবে ব্যাহত হয় লেখাপড়া সহ স্কুলের যাবতীয় কাজ। এ কারণে ২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান শিক্ষকের অপসারণ সহ ১০ দফা দাবিতে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ওই সময় সরেজমিন এসে জানুয়ারির মধ্যে প্রধান শিক্ষককে সরিয়ে নতুন প্রধান শিক্ষক নিযুক্ত করা সহ সকল সমস্যা দুর করার আশ্বাস দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক। স্কুলের কার্যক্রম স্বাভাবিক রাখতে ওই সময় মৌখিক ভাবে সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব কে দায়িত্ব অর্পণ করা হয়। এদিকে দীর্ঘ এ সময়ের মধ্যে প্রধান শিক্ষক ভেরবী রাণী রায়কে অপসারণ না করায় এবং মৌখিক ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা থাকায় আবারো উপজেলা সদরের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। অচলাবস্থা দুর করতে শিক্ষার্থী প্রতিনিধিরা রোববার সকালে সাংবাদিকদের সামনে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় যোগদানের পর হতে বিগত ৯ মাস বিদ্যালয়ের কোন কাজ করছে না, তিনি মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ। তার স্বামী প্রকাশ অধিকারী বিদ্যালয়ের বিভিন্ন হস্তক্ষেপ করেন। শিক্ষার্থীরা দ্রুত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা, শিক্ষা সফরের ব্যবস্থা করা, সেশন চার্জ বাবদ নেওয়া ৩৫০ টাকা ফেরত দেওয়া, প্রত্যেক শিক্ষার্থীকে স্টুডেন্ট আইডি কার্ড, ডায়েরি ও সিলেবাস প্রদান করা, সুপেয় পানির সুব্যবস্থা করা, নতুন বহুতল ভবনে পাঠদান কার্যক্রম শুরু করা, ক্যান্টিনের ব্যবস্থা করা, লাইব্রেরি, আইসিটি ও সায়েন্স ল্যাব চালু করা, প্রয়োজনীয় শিক্ষক ও জনবল নিয়োগ করা এবং প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় কে অপসারণ করে দ্রুত একজন সুস্থ স্বাভাবিক প্রধান শিক্ষক নিযুক্ত করার মাধ্যমে বিদ্যালয়ের দীর্ঘদিনের অচলাবস্থা দুর করার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শিক্ষার্থী প্রতিনিধি ফারহানা ইসলাম ঋতু, আকসারা নেওয়াজ চাহাত, সৈয়দা তানহা জেরিন মৌ, অষ্মী নিঝুম, সাওরাত সামিরা মিতু, শেখ আয়েশা রহমান শশী, জারিন তৌফা এশা, তৃষা মন্ডল, মৃত্তিকা মন্ডল, সুরাইয়া ইয়াসমিন জিম, সুমাইয়া তাবাচ্ছুম ও রুপালী আনম রিমি।