বি. এম. জুলফিকার রায়হান ::
তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তালা থানা পুলিশের একটি দল তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় হতে তাকে গ্রেফতার করেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি। একইসাথে তিনি তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগষ্টের পর থেকে তিনি তালার বাড়িতে না থেকে অনেকটা আত্মগোপনে অবস্থান নিয়ে তিনি তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজে পাঠদানের কাজ চালিয়ে যাচ্ছিলেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, তালার জেঠুয়া গরুর হাটে চাঁদাবাজী সংক্রান্তের একটি মামলায় প্রণব ঘোষ বাবলুকে গ্রেফতার করে এদিন সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
###