॥ আর.কে.বাপ্পা ॥
দেবহাটা উপজেলার পল্লীতে একটি গোয়াল ঘেরে আগুন লেগে ছয়টি গবাদি পশু মারা গেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সেকেন্দারা গ্রামে এ আগুন লাগে।
বাড়ির মালিক আনারুল ইসলাম জানান, তারা প্রতিদিনের মতো রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে রাতের খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হঠাৎ ঘুম ভেঙ্গে দেখেন গোয়াল ঘরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন আসার আগেই তার গোয়ালে থাকা দুইটি গরু, দুইটি ছাগল ও দুইটি ভেড়া পুড়ে মারা যায়। তিনি আরও জানান, তিনি ধারণা করছেন পাশের রান্নাঘর থেকে গোয়াল ঘরে আগুন লাগতে পারে। দেবহাটা উপজেলার পারুলিয়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা বিষয়টি নিশ্চিত করেছেন।