স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরার সদর উপজেলার নুনগোলা গ্রামে মানসিক ভারসাম্যহীন এক মা নিজের দুই মাস চার দিনের কন্যাশিশুকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। এসময় শিশুটিকে বাঁচাতে গেলে তিনি নিজের বৃদ্ধা মাকেও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে। নিহত শিশুর নাম আশরাফী খাতুন, বয়স ২ মাস ৪ দিন। নিহত বৃদ্ধা হলেন হোসনেয়ারা বেগম (৬৫)। ঘাতক নারীর নাম শান্তা পারভীন (৩০), যিনি কুশখালী গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, শান্তা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার দিন তার স্বামী তাকে বাবার বাড়িতে রেখে যান। পরে বিকেলে শান্তা নিজের শিশুকে আগুনে ফেলে দেয় এবং মাকে পিটিয়ে হত্যা করে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত শান্তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।