নাজমুল আলম মুন্না ::
সাতক্ষীরায় শিশু সন্তানকে জলন্ত চুলোর মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করেছে এক মানসিক ভারসাম্যহীন মা।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামিনুল হক জানান ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা থানাধীন নুনগুলা গ্রামস্থ মৃত খোদাবক্স মেম্বার এর বসত বাড়ির শয়ন কক্ষে নিজের ২ মাস বয়সের শিশু সন্তান আশ্রাফিকে চুলোর মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করে মা
শান্তা (২৫)। তখন শান্তার মা হোসনে আরা(৬৫) বাধা দিলে তাকেও হত্যা করে। পরে পাশের বাড়িতে গিয়ে আসামি শান্তা বলেন তার মেয়ে ও মা কে সে মেরে ফেলেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে আসামি শান্তাকে থানা হেফাজতে আনা হয়েছে হয়েছে । মৃত দেহ দুটি সুরতহাল প্রতিবেদন করে মর্গে প্রেরনসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।