নাজমুল আলম মুন্না ::
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিএনপি সরকার গঠন করলে ক্রীড়া চর্চাকে প্রাধান্য দেয়া হবে। এজন্য সবার আগে যুব সমাজকে মাদকের হাত রক্ষা করতে হবে এবং সকলকে ক্রীড়াচর্চায় মনযোগী হতে হবে। ফুটবল খেলা বিশ্বের বুকে অত্যন্ত জনপ্রিয় খেলা হলেও দেশের গ্রামাঞ্চলে ফুটবল খেলার মাঠ দিনদিন হ্রাস পাচ্ছে। ফুটবল খেলাকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে হলে খেলার মাঠগুলোকে পরিছন্ন এবং আধুনিকায়ন করে তুলতে হবে।
পাশাপাশি ফুটবল মাঠগুলোকে মানসম্মত এবং খেলোয়াড়দের আধূনিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হবে। বাংলাদেশ বিশ্বে ফুটবলের মাধ্যমে নতুন করে পরিচিত লাভ করবে উল্লেখ করে তিনি বলেন যুবকদের ক্রীড়া চর্চায় ফুটবলের কোনো বিকল্প নাই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর শেখ পাড়া যুবসংঘ আয়োজিত ৮ দলীয় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আলাইপুর শেখ পাড়া ফুটবল একাদশ ও লকপুর বন্ধুমহল ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে পরবর্তীতে ট্রাইবেকারে লকপুর বন্ধুমহল একাদশ স্বাগতিক আলাইপুর শেখপাড়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন কামাল আহম্মেদ,গফফার মল্লিক, মাজাহারুল ইসলাম।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহবায়ক চেয়ারম্যার জুলফিকার আলী খান জুলু, মোল্যা খায়রুল ইসলাম, শেখ আঃ রশিদ, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল,খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক আরিফুর রহমান আরিফ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র। বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা এনামুল কবীর, জেলা কৃষকদলের সদস্য সচিব শেখ আবু সাঈদ, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা আনিসুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সেতারা বেগম, বিএনপি নেতা শেখ আলী আজগর, হাসিবুর রহমান, ফম মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা সরদার আঃ মান্নান, সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মোল্যা রিয়াজুল ইসলাম, যুবদল নেতা মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,শাহজামান প্রিন্স, মোঃ রউফ শিকদার, খায়রুল আলম খোকন,মহিতোষ ভট্টাচার্য,জহিরুল হক শারাদ, রনি লস্কর, ওসমান গনী, খান ওলিয়ার রহমান, মুক্তাদির বিল্লাহ,শফিকুল ইসলাম, শাহিনুর, জিএম হিরোক, আহাদ, নাসির আহম্মেদ,ডাঃ তৈয়েবুর রহমান, আবদুল্লাহ শিকদার, আঃ সবুর, কালাম সরদার, আনোয়ার শেখ, কবির মল্লিক, জলিল লস্কর ও মাহমুদুল শিকদার প্রমূখ।