এস কে হাসান ::
আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা সদরসহ উপজেলার সকল ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন ঃ রাত্র ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মীনারে পুস্পমাল্য অর্পন করা হয়। ইউএনও কৃষ্ণা রায়ের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ওসি নোমান হোসেনের নেতৃত্বে থানা, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম ও রজব আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, স ম হেদায়েতুল ইসলাম ও মশিউল হুদা তুহিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন, আছিফুর রহমান তুহিন ও জাকির হোসেন বাবুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছহিল উদ্দীনের নেতৃত্বে সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, সরকারি মডেল প্রাইমারী স্কুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেস ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, পুজা উদযাপন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান, দল ও ব্যক্তি পর্যায়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধ নমিত করে উত্তোলন, সকাল ৮.৩০ টায় প্রভাত ফেরী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
আশাশুনি সরকারি কলেজ ঃ জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, প্রভাত ফেরী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ছহিল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রভাষক জহুরুল ইসলাম ও প্রভাষক ইলাবতী রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রভাষক রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, জাকির হোসেন, আঃ মালেক, মিজানুর রহমান, মাসুদুর রহমান, শিমুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় নিশাত তাসনিম নিতু (১ম), ফারহানা তাসনীম ২য় ও আনিশা আইরিন ৩য় স্থান অধিকার করায় পুরস্কৃত করা হয়।
জামায়াতে ইসলামী ঃ উপজেলা জামায়াত কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন সহ সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, মাওঃ ওমর ফারুক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মোর্তাজা, সহ সেক্রেটারী মাওঃ আব্দুল বারী, প্রভাষক শাহজাহান, ডাঃ রোকনুজ্জামান, শাহ অহিদুজ্জামান শাহিন, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, পেশাজিবি সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, আই বি ডব্লিউ এফ সভাপতি এবি এম আলমগীর পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়দল আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ ঃ
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলু রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক বলাই কৃষ্ণ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রফিকুল ইসলাম সানা। কলেজ থেকে রাল্যী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়। সহকারী অধ্যাপক মোঃ হাফিজুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।