নাজমুল আলম মুন্না ::
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান
বুধবার (২৫ ফেব্রুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক, তলুইগাছা বিওপি বিশেষ আভিযানিক দল সদরের চৌরঙ্গীর মোড় নামক স্থান হতে ৯১ হাজার টাকা মূল্যের ভারতীয় ফ্যানের রেগুলেটর ও স্টিলের টর্চ লাইট, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালি আম বাগান ও ছবেদার মোড় নামক স্থান হতে ১ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,
এছাড়া মাদরা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী ও চান্দা মাঠ নামক স্থান হতে ১ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। আটককৃত এসব মালামালের সর্বমোট মূল্য ৩ লক্ষ ৯৪ হাজার টাকা। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।