এস,এম,আলাউদ্দিন সোহাগ :
খুলনার পাইকগাছায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় পৃথক স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির থানা মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জিরোপয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার। উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য কাজী তমজিদ আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, পৌর আমির ডাঃ জিএম আছাদুল হক, মাওলানা বুলবুল আহম্মেদ, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মোহাঃ শফিয়ার রহমান, স ম আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম, তামীম রায়হান ও মামুন। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মুবারক র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন, সেলিম রেজা লাকি, মাওলানা আশরাফুল আলম, মাওলানা নূর আহম্মাদ ও মোঃ শওকত। সকালে তেলপাম্প থেকে আল কারিম মাদরাসা পাইকগাছা শাখার উদ্যোগে স্বাগত র্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল স ম আব্দুল্যাহ আল মামুন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম ও রোনকুল ইসলাম।