নাজমুল আলম মুন্না ::
রূপসা থানার আলাইপুর এলাকায় কোস্টগার্ড, নৌ বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনালা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ২টায় তাদের বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের একিন শিকদারের ছেলে সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮)। এর মধ্যে ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মো. প্রান্তিক উজ জামান বলেন, সোমবার দিবাগত রাত ২টায় কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।