ইয়ারুল ইসলাম ::
মঙ্গলবার (৪ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর উদ্যোগে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ প্রায় ১৩ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক করা হয়েছে।
সীমান্তের ভোমরা, বাঁকাল চেকপোস্ট, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী এলাকায় পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ আভিযানিক দল একাধিক স্থানে অভিযান চালায় এবং চোরাচালানি মালামাল আটক করে।
ভারতীয় মদ ৫ বোতল (হিজলদী সীমান্ত) ভারতীয় ঔষধ ৬,৩০,০০০ টাকা মূল্যের (ভোমরা, কামারবাড়ি, কাকডাঙ্গা, মাদরা সীমান্ত) ভারতীয় শাড়ি ও বোরকা ৪,৪৩,০০০ টাকা মূল্যের (তলুইগাছা, কাকডাঙ্গা সীমান্ত) থ্রি-পিস ও তালা ৩২,০০০ টাকা মূল্যের (বাঁকাল চেকপোস্ট)
বিজিবি সূত্র জানায় আটককৃত মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। এসব চোরাচালান দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং সরকারের রাজস্ব আয় ব্যাহত করছে।
জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।
বিজিবির এই সফল অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। বিজিবি জানিয়েছে সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক পরিচালিত এই বিশেষ অভিযান দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।