বি. এম জুলফিকার রায়হান ::
তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উপজেলার ১৮টি দুগ্ধ উৎপাদনকারী (পিজি) দলের মাঝে বিনামূল্যে ঘাসকাটা মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসব মেশিন বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন প্রমুখ।
###