॥ ইয়ারুল ইসলাম॥
পবিত্র মাহে রমজানের রহমতপূর্ণ মুহূর্তে মানিকহার হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে এক মহতী ইফতার মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ৬ রমজান বিকাল সাড়ে ৩ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
এই বছর মাদ্রাসার চারজন ছাত্র হিফজুল কুরআন সম্পন্ন করার গৌরব অর্জন করেছেন। তাদের মাথায় পবিত্র কুরআনের সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়। নবীন হাফেজরা হলেন মানিকহার গ্রামের হাফেজ আব্দুর রাকিব শেখ, সেনহাটি দিঘলিয়া খুলনার হাফেজ মোহাম্মদ রাসেল খান, গড়েরডাঙ্গা গ্রামের হাফেজ মোহাম্মদ সোহেল তানভীর, গড়েরডাঙ্গা গ্রামের হাফেজ মোহাম্মদ রকিবুল ইসলাম।
মানিকহার হিফ্জুল কুরআন মাদ্রাসায় অক্লান্ত পরিশ্রম করে কুরআন শিক্ষা প্রদান করেন ময়মনসিংহের খন্দকার মারুফ হোসাইন।তাদের এ অর্জনে এলাকাবাসী ও অতিথিরা আনন্দিত হয়ে শুভেচ্ছা ও দোয়া জানান।
২০১৭ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি সম্পূর্ণ বিনামূল্যে হিফজ শিক্ষা প্রদান করে আসছে। বর্তমানে এখানে ৩০ জন ছাত্র পড়াশোনা করছে এবং এটি স্থানীয়দের দান ও সদকার মাধ্যমে পরিচালিত হয়। মাদ্রাসার শিক্ষক ও আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে কুরআনের আলোয় আলোকিত করতে চান তারা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাসুদ রেজা বিন আজিজুর রহমান। মানিকহার হিফজুল কুরআন মাদ্রাসার সভাপতি মনিরুজ্জামান মল্লিক, মানিকহার গ্রামের কৃতি সন্তান এটিএন বাংলার সাংবাদিক এম কামরুজ্জামান, আমেরিকা প্রবাসী আব্দুল্লাহ আল মামুন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাওলানা ফজলুর রহমান, বেগম খালেদা জিয়া কলেজের শিক্ষক রুহুল কুদ্দুস, মানিকহার গ্রামের মেম্বর আব্দুর রউফ মল্লিক, মানিকহারের সাবেক মেম্বর মোহাম্মেল হোসেন, গড়েরডাঙ্গার সাবেক মেম্বর বাবলুর রহমানসহ ধানদিয়া ইউনিয়নের সম্মানী ব্যক্তিবর্গ ।
তারা কুরআনের মর্যাদা, হাফেজদের দায়িত্ব ও ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। আয়োজকবৃন্দ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী বছর আরও বৃহৎ পরিসরে এ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।