আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটায় সরকারী যাকাত ফান্ডের অর্থ বিতরন ও উদ্বুদ্ধকরন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার ১০ মার্চ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই যাকাতের অর্থ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার শামছুর রহমান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুদ্দীন ইয়াহিয়া, মাওলানা ফজর আলী, মাওলানা নুরুল ইসলাম, আব্দুল মোমিন, নারগিস আকতার, মাওলানা মুরাদ হোসেন ও হাফেজ জামিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় যাকাত ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি। পবিত্র কুরআনে নামাযের পাশাপাশি ৩৪বার যাকাত প্রদানের কথা বলা হয়েছে, তাই সামর্থ্যবান সকলের যাকাত প্রদান বাধ্যতামূলক। অনুষ্ঠানে উপজেলার ১৪জন ব্যক্তিকে ৬২ হাজার ২শত টাকা যাকাতের অর্থ প্রদান করা হয়।